সঙ্গদীপ ষান্মাসিক পত্রিকার নববর্ষ সংখ্যাটি প্রকাশ করা হল। প্রকাশের সময়কাল -১৪ই মে ২০২৪, বিকেল -৫:৫৫ ।
ছড়া ও কবিতা কবি পরিচিতিঃ উদীয়মান কবি ও সম্পাদকঃ শাহাব উদ্দিন ভূঁইয়া(জয়) চাঁদপুর জেলার মুড়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকাশিত গ্রন্থঃ ভারত থেকে প্রকাশিত "সৃজন প্রদীপ" বই সহ ১০টি বই। সম্পাদিত বইসমূহঃ ১."কপোল স্পর্শে" ২."অসংজ্ঞায়িত সমীকরণ" এবং দেশ বিদেশের জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে থাকি। হে বৈশাখ শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়) বৈশাখ মানে ঝড়ো হাওয়া কলি-পুষ্পের মেলা, বর্ষবরণ ফুলে-ফুলে কত-শত খেলা। লাল-সাদা রঙ্গে-অঙ্গে বৈশাখীরও রং, সেজে-বেজে কীর্তনখোলা বাজে ঢং-ঢং। বৈশাখ মানে শিশু-কিশোর দোলছে নাগর দোলা, নীলাকাশে রঙিন ঘুড়ি ছুটাছুটির খেলা। পান্তা-ভাতে নুনেরছিটে ইলিশ মাছে ভাজা, স্বজন মিলে ভোজন করে ঐতিহ্যকে খোঁজা। বৈশাখ মানে ভেদাভেদ ভুলে উৎসবে মুসলিম-হিন্দু, আনন্দ ভাগাভাগি নাও করে বিন্দু-বিন্দু। নৌকা বাইচে লোকগান গাহে ডাক-হাঁক, জাতি মোরা বাঙ্গালী এসো হে বৈশাখ। ****** এই বোশেখে...
Comments
Post a Comment